মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: Syamasri Saha | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: Syamasri Saha ০৮ মার্চ ২০২৫ ০৯ : ১৪Akash Debnath
আজ নারী দিবস। নারীর চাওয়া-পাওয়া, ক্ষমতায়নের উদযাপনের দিন। কিন্তু আদৌ কি উদযাপনের মতো কিছু রয়েছে নারীর কাছে? ৩৬৫ দিনই নারীরা যেভাবে নিজেদের নিংড়ে দেন, আজকের দিনটাও তো সেভাবেই বাঁচতে হবে তাঁদের! নারীরা যতই এগিয়ে আসুক, আসার চেষ্টা করুক, তাঁদের এতো রকম ভাবে ধাক্কা খেতে হয়, দৈনন্দিন জীবনে এতো রকম ভাবে হেনস্থার শিকার হতে হয় যে প্রত্যেক দিনই মনে করিয়ে দেওয়া উচিত- আজ নারী দিবস। আর যদি কোনও দিনকে আলাদা করে উদযাপন করতেই হয়, তবে সেই দিন তো আরও বেশি করে মনে করিয়ে দেওয়া দরকার, নারীরা তাচ্ছিল্যের পাত্রী নন।
কিন্তু তিক্ত সত্যিটা হল, যত স্পষ্ট করেই বলা হোক না কেন, নারীদের উপর হয়ে চলা অবদমনের পুনরাবৃত্তি যেন থামতেই চায় না। তাই এই একটা দিন, আরও বেশি করে চোখে আঙুল দিয়ে সেই অন্যায়গুলোকে দেখিয়ে দেওয়ার দিন। কেন প্রত্যেক বার নারী দিবসে মানুষকে সচেতন করতে হবে? কেন? ঠিক কতবার বোঝানোর পর মানুষ সচেতন হবেন? বোধোদয় কি কোনও দিনও হবে না?
নারীরা ঠিক কী চায়? নারীদের ভেতরেও একটা দ্বৈত সত্তা রয়েছে। একদিকে আত্মবিশ্বাসে পূর্ণ একটা রূপ, ঠিক তার বিপরীতেই যেন কিছুটা সংশয়। নিজের ভিতরের যে আত্মবিশ্বাস সেটা নিছক কোনও মানসিক অবস্থা নয়। সেটা আসে পারিপার্শ্বিক পরিবেশ থেকে। এক মুহূর্তে মনে হয় চারপাশের পরিবেশ সুস্থ হচ্ছে, কিন্তু পরক্ষণেই মনে হয় যেন আবার সব কিছু আমাদের পঞ্চাশ বছর পিছনে ঠেলে দিচ্ছে। যেন ক্রমাগত একটা পরীক্ষা দিয়ে চলেছি আমরা, একটা অনিঃশেষ ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছি। মানুষের জীবন কি সত্যিই এভাবে চলতে পারে? সবার আগে দরকার সম্মান, যতদিন না প্রত্যেক নারী তাঁর প্রাপ্য সম্মান পাচ্ছেন ততদিন পরিস্থিতিতে বদল আসবে না।
মেয়েরা বোধহয় সত্যিই কোনও দিন নিজের জীবনকে হাতের মুঠোয় ধরতে পারে না। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। পুরুষদের তুলনায় কোনও অংশে কম কিছু তো করছে না নারীরা। বরং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তবু যেন ফিরে ফিরে আসে সেই একই অবমাননা। এমনকী সংসারের মধ্যেও যেন একটা শ্রমের বিভাজন তৈরি হয়েছে। যেন মেয়েদের থেকে সব কিছু অতিরিক্ত চাওয়াটাই দস্তুর। কেন? আদিকাল থেকে সেটাই চলে এসেছে তাই? নাকি নারী-পুরুষের শ্রমের মর্যাদা দু’রকম? নাকি আমাদের ভাবনার বিন্যাসেই গলদ? পুরুষ আর নারী তো একই সঙ্গে সভ্যতা তৈরি করেছে। তাহলে আজকে নারীদের কেন আলাদা করে বলতে হবে নিজেদের কথা?
ভালবেসে তো কত মানুষই কত কিছু করেন। কিন্তু যদি আগে থেকেই দাগিয়ে দেওয়া হয় যে এটা মেয়েদেরই কাজ, কিংবা এটা ওঁদের কাজ নয়, তাহলে লিঙ্গবৈষম্য কোনও দিনই দূর হবে না। এই বৈষম্য দেখতে দেখতে দিন পেরিয়ে বছর আসে, আবার একটা একটা করে বছর পেরিয়ে যায়, শতাব্দী পেরিয়ে যায় তবু নারী-পুরুষের বৈষম্য রয়েই যায়।
আমার সীমিত সামর্থ্যে, ছবির মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি। নারীর বিভিন্ন রূপ এক্সপ্লোর করতে ভাল লাগে বলেই 'দহন', 'পারমিতার একদিন', 'মুক্তধারা', 'চারুলতা', 'দত্তা' কিংবা 'বেলাশেষে'র মতো ছবিতে চরিত্র নির্মাণের দিক থেকে বার্তা দেওয়ার চেষ্টা করি নারীরা কী চান, কী কী বৈষম্যের মুখোমুখি হতে হয় তাঁদের। কিছুদিন পরেই আসছে 'পুরাতন'। সেখানেও মা-মেয়ের সম্পর্কের মধ্যে এই বার্তা রয়েছে। পুরুষদের অসম্মান না করেই বলছি, তাঁদের হাতে এমন কিছু অদৃশ্য ক্ষমতা রয়েছে যেগুলো নারীরাও পেতে পারতেন, পান না কেবল পুরুষতান্ত্রিক সমাজকাঠামোর জন্য। অথচ কেউ তার প্রতিবাদ করতে গেলে, কিংবা কেউ নারীদের সেই না পাওয়ার ক্ষততে মলম লাগাতে গেলেই তাঁকে ফেমিনিস্ট বা অন্য কিছু বলে দাগিয়ে দেওয়া হয়। আবারও বলছি, সবাই এক নন। সমাজে এমন পুরুষও আছেন যাঁরা নারীর দৈনন্দিন সংগ্রামকে সম্মান করেন। কিন্তু দুঃখজনক ভাবে আজও সেই সংখ্যাটা খুবই কম।
সবশেষে বলতে হয়, সারা বছরে যে কথাগুলো মুখ ফুটে বলা হয় না, এই একটা দিন অনেকে চেষ্টা করেন সেই বার্তাগুলি সর্বসমক্ষে জোর গলায় তুলে ধরার। কিন্তু সবাই কি সেই ভাষা বুঝতে পারেন? আবার তো সেই পুনরাবৃত্তি। নারী দিবসে কেন নারীদের সোচ্চার হতে হবে? ভালবাসা, উৎসাহের পাশাপাশি, সব ক্ষেত্রে নারীকে যথাযথ সম্মান দেওয়া অভ্যাস করতে হবে আমাদের। বাড়িতে মা, বোন কিংবা স্ত্রী হিসাবে যতটা, ঠিক ততটাই কর্মক্ষেত্রে সহকর্মী হিসাবে। নারী মানেই একটা পজিটিভ শক্তির উৎস। তাই সব মেয়েকেও এটা মাথায় রাখতে হবে তাঁরা যেন কোনও মতেই দুর্বল না হয়ে পড়েন, তাঁদের যেন কেউ দমিয়ে রাখতে না পারে। তাতেই নারী দিবসের সার্থকতা।
নানান খবর
নানান খবর

ভরপুর অ্যাকশন আর রোম্যান্সের ঝড়! কেমন হল রোহন-প্রিয়াঙ্কা-অনিন্দ্য'র 'ব্রহ্মার্জুন'-এর টিজার?

Exclusive: 'দুটো মানুষ একটা চুমু খাচ্ছে তাতে এত অসুবিধার কী আছে?'-ট্রোলিং নিয়ে মুখ খুললেন সুরঙ্গনা

করণের ছবিতে এবার 'ইচ্ছাধারী নাগ' কার্তিক! নতুন অবতারে কোন নায়িকার সঙ্গে দেখা যাবে 'চন্দু চ্যাম্পিয়ন'কে?

মুম্বই ছেড়ে পাকাপাকিভাবে কাতারে পাড়ি দিলেন সইফ? আর্থিক প্রতারণায় জড়ালেন তিলোত্তমা সোম!

ফের আতঙ্ক বলিপাড়ায়! দাউদ ইব্রাহিমের তরফে প্রাণনাশের হুমকি পেলেন বাবা সিদ্দিকীর ছেলে জিশান

সৌরভের 'বিগ বস'-এ এবার বলিউড যোগ! কোথায় ঘরবন্দি হবেন তারকারা?

মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

'সিকান্দর' থেকে কাজল আগরওয়ালের দৃশ্য বাদ দেন সলমন! কী ছিল সেই দৃশ্যে? জানলে মাথা ঘুরবে

আসছে ‘ফর্জি ২’! বিজয় সেতুপতি, কেকে মেননের সঙ্গে কবে থেকে শুরু হবে শাহিদের লড়াই?

'দিলওয়ালে'-এর ব্যর্থতার পর থেকে কথা বলা বন্ধ করেছিলেন শাহরুখ? মুখ খুললেন রোহিত শেট্টি!

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!